টেকনাফে ইয়াবা-স্বর্ণালঙ্কার ও ৩০ লাখ টাকা জব্দ

2 days ago 7

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ইয়াবা উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ১টার দিকে কোস্টগার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন আলিখালী এলাকায় একটি অভিযান চালানো হয়।

এসময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড তাজা গোলা, পাঁচটি দেশীয় অস্ত্র, ১৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা, ব্যাংকের দুটি চেক বই, ১০টি সিমকার্ড এবং ১৯টি রোহিঙ্গাদের পরিচয়পত্র জব্দ করা হয়। এসময় শীর্ষ হারুন ডাকাত যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

অপর আরেকটি অভিযানে টেকনাফের শাহপরীতে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। মধ্যরাত ২টার দিকে কোস্টগার্ড এবং র্যাব শাহপরীর নাফ নদীর মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় চোরাকারবারিরা পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি।

জাহাঙ্গীর আলম/জেডএইচ/এমএস

Read Entire Article