টেকনাফে দুই কৃষককে অপহরণ, গুলিবিদ্ধ ৩

3 weeks ago 9

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় সবজি ক্ষেতে কাজ করার সময় দুই কৃষককে অপহরণ করেছে ডাকাতদল। এসময় তাদের উদ্ধারে আশপাশের কৃষকরা এগিয়ে গেলে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে তিন কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। পরে ডাকাতদলের একজনকে আটক করে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে দিকে হোয়াইক্যং কম্বনিয়াপাড়া পাহাড়ের পাশে এ ঘটনা ঘটে।

গুলিতে আহতরা হলেন টেকনাফের হোয়াইক্যং ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মো. সাকিব (১৫)।

অপহৃতরা হলেন একই গ্রামের মৃত আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৩৮) ও মৃত এজাহার মিয়ার ছেলে জকির আহমেদ (৪০)।

টেকনাফে দুই কৃষককে অপহরণ, গুলিবিদ্ধ ৩

ভিকটিম জাকির আহমেদের চাচা জয়নাল উদ্দিন জানান, দুপুরের দিকে কম্বনিয়াপাড়া পাহাড়ের পাশে সবজি ক্ষেতে কাজ করছিলেন জাকির হোসেন ও জকির আহমেদ। এসময় হঠাৎ করে পাহাড় থেকে একদল অস্ত্রধারী ডাকাতদল তাদের অপহরণের চেষ্টা করে। এসময় ক্ষেতে থাকা আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল তাদের ওপর গুলি বর্ষণ করতে করতে ওই দুজনকে পাহাড়ের ভেতর নিয়ে যায়। পরে স্থানীয়রাসহ পুলিশ সদস্যরা ডাকাতদলের একজনকে আটক করতে সক্ষম হন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহৃত দুই কৃষককে উদ্ধারে পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরা অভিযান পরিচালনা করছেন।

জাহাঙ্গীর আলম/এসআর/জিকেএস

Read Entire Article