কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি হোয়াইক্যং বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, গোপন সংবাদে জানা যায় মিয়ানমার থেকে হোয়াইক্যং বালুখালী নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে। ওই তথ্যের ভিত্তিতে শনিবার হোয়াইক্যং বিওপির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। এসময় দুজন সন্দেহভাজন ব্যক্তি একটি ক্যারেট নিয়ে নাফ নদী পার হয়ে আসছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো একটি ক্যারেটের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, একই দিন বিকেলে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট পাড়ার খেলার মাঠে পাচারের উদ্দেশে লুকিয়ে রাখা পরিত্যক্ত অবস্থায় পলিথিন দিয়ে মোড়ানো একটি বিদেশি পিস্তল এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করেন হোয়াইক্যং বিওপির সদস্যরা।
পৃথক ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
জাহাঙ্গীর আলম/এমকেআর