টেকনাফের মাদক কারবারি জাহাঙ্গীর অস্ত্রসহ আটক

4 hours ago 9

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নে যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ মাদক কারবারি জাহাঙ্গীরকে আটক করেছে নৌবাহিনী ও পুলিশ। এ সময় জাহাঙ্গীরের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৬টি দেশীয় ধারালো অস্ত্র ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (১৭ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ১৬ মার্চ দিনগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ।

অভিযানকালে মাদক কারবারি জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক মাদক কারবারি রড-সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও এর আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন।

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। এছাড়া মাদক কারবারি জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকেও টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকায় নৌবাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে বলেও জানায় আইএসপিআর।

টিটি/কেএসআর

Read Entire Article