টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৫০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান

2 months ago 8

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কেন্দ্রীয় অঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৫ শিশু রয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ক্যাম্প মিস্টিক নামক গার্লস সামার ক্যাম্পের চারজন শিশুর মৃত্যু পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বাকি অনেক পরিবার এখনো তাদের সন্তানদের খোঁজে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন।

গতকালের আকস্মিক বন্যার পর থেকে কের কাউন্টির ক্যাম্প মিস্টিকের ২৭ জন কিশোরীসহ নিখোঁজদের খুঁজে বের করতে জোরালো অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন>

সেখানের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য এখন নিখোঁজদের উদ্ধারে অব্যাহত ও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া। অনেক এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও অবস্থা এখনো সংকটজনক।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অ্যাবট কর্তৃক ঘোষিত ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছে, যার মাধ্যমে টেক্সাসে ত্রাণ পাঠানো সহজ হবে।

যদিও চলতি বছর ট্রাম্প প্রশাসন কয়েকটি অনুরোধ প্রত্যাখ্যান করে রাজ্য সরকারগুলোর ওপর দায়িত্ব চাপানোর নীতি নিয়েছিল, তবে এবার টেক্সাসে কেন্দ্রীয় সহায়তা পাঠানো হচ্ছে।

সূত্র: সিএনএন

এমএসএম

Read Entire Article