টেনিসের নতুন কমিটির দায়িত্ব নেওয়ার দিনে গুয়ামের কাছে হার

2 months ago 31

বাংলাদেশ টেনিস ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটি শনিবার দায়িত্বভার বুঝে নিয়েছে। প্রথম দিনেই তারা করেছে নির্বাহী কমিটির সভা। দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার, সহ-সভাপতি আশরাফুজ্জামান খাঁন (পুটন) ও মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), যুগ্ম-সম্পাদক মুয়াম্মার আহমেদ ও মোহাম্মদ আশিকুর রহমান, কোষাধ্যক্ষ এম এ জিন্নাহসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ।

দায়িত্বভার গ্রহণ করে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক টেনিসকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার আশ্বাস দিয়েছেন। টেনিসে জাতীয় দল গঠন নিয়ে সবসময়ই স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। নতুন কমিটির কর্মকর্তারা আশ্বস্ত করেছেন আগামীতে এমন অভিযোগ আসবে না।

কতদিন দায়িত্ব পালন করবেন, তা কর্মকর্তারাও জানেন না। কারণ, জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটি গঠন করলেও মেয়াদ নির্ধারণ করে দেয়নি। তাই যতদিন থাকবেন ততদিন সঠিকভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।

এদিকে নতুন কমিটির দায়িত্ব নেওয়ার দিনেই বাংলাদেশ ডেভিস কাপে শেষ ম্যাচ হেরেছে। বাহরাইনে চলমান এশিয়া -ওশানিয়া গ্রুপ-৫ টেনিস প্রতিযোগিতার চতুর্থ দিনের স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ দল ৩-০ ম্যাচে হার মেনেছে গুয়ামের কাছে।

প্রথম এককে বাংলাদেশের হানিফ মুন্না ৪-৬, ০-৬ গেমে গুয়ামের ডানিয়েলের কাছে এবং জারিফ আবরার ৬-৪, ৪-৬, ৩-৬ গেমে গুয়ামের ক্যামাচোর কাছে হেরেছেন।

দ্বৈতের খেলায় বাংলাদেশের জারিফ ও রুস্তম জুটি ০-৬, ৪-৬ গেমে গুয়ামের দৃক ও আরমান জুটির কাছে হেরেছে। এ ম্যাচ হারায় বাংলাদেশ দল ১৫টি দলের মধ্যে ৬ষ্ঠ হয়েছে। বাংলাদেশ দল সোমবার দেশে ফিরবে।

আরআই/এমএমআর/জেআইএম

Read Entire Article