টেসলাকে কি টেক্কা দেবে চীনের বিওয়াইডি?

2 days ago 6
মার্কিন ধনকুবের প্রযুক্তিগত উদ্যোক্তা ইলন মাস্কের টেসলা সারা বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে। সেই টেসলাকে টেক্কা দেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। বিশ্বের সেরা বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রস্তুতকারক হওয়ার জন্যই মূলত এই প্রতিযোগিতা। জানা যায়, এই প্রতিযোগিতায় নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে কোম্পানিটি। কারণ, গত বছরের শেষ দিকে বিওয়াইডির ইভি বিক্রি রেকর্ড পরিমাণে বেড়েছে। খবর বিবিসির। প্রতিষ্ঠানটি জানায়, গত ডিসেম্বরে তারা ২ লাখ ৭ হাজার ৭৩৪টি ইভি বিক্রি করেছে, যার ফলে তাদের বার্ষিক মোট বিক্রির পরিমাণ ১ দশমিক ৭৬ মিলিয়নে পৌঁছেছে। তবে বৈদ্যুতিক যানবাহন কেনায় ক্রেতাদের উৎসাহিত করতে বড় ধরনের ভর্তুকি দিতে হচ্ছে চীন সরকারকে। এই ভর্তুকি ও কর প্রণোদনার ফলে চীনের ক্রেতারা পেট্রলচালিত গাড়ির বদলে বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ির দিকে ঝুঁকছেন, যা চীনের ইভি বিক্রিতে বড় ধরনের প্রভাব ফেলছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলা শিগগির তাদের ত্রৈমাসিক বিক্রয়ের হিসাব দেবে। গত ত্রৈমাসিকে বিওয়াইডি থেকে সামান্য এগিয়ে ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ইভি প্রস্তুতকারক টেসলা। তবে শেনঝেনভিত্তিক প্রতিষ্ঠানটি এই ব্যবধান কমিয়ে ফেলেছে বলে জানা যায়। জানা যায়, বিদেশে নিজেদের তৈরি বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রি বাড়ানোর চেষ্টা করছে চীনা গাড়ি নির্মাতারা। যদিও বড় বড় বাজারে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে তাদের।
Read Entire Article