টেস্টের পর ওয়ানডেও মিস করবেন মুশফিক!

2 months ago 36

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট সিরিজ খেলতে পারছেন না মুশফিকুর রহিম। এবার ওয়ানডে সিরিজও মিস করবেন তিনি?

আজ শনিবার সন্ধ্যার পর মিডিয়া পাড়ায় হঠাৎ গুঞ্জন। হঠাৎ গুঞ্জন বলা বোধকরি ঠিক হলো না, কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টেই হাতের আঙ্গুলে ব্যাথা পেয়েছেন মুশফিকুর রহিম। তার হাতের আঙ্গুলে ফ্র্যাকশ্চারও আছে। সেই ফ্র্যাকশ্চারের কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নেই মিস্টার ডিপেন্ডেবল।

এখন প্রশ্ন দেখা দিয়েছে মুশফিক কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারবেন? ক্রিকেট পাড়ায় গুঞ্জন, মুশফিকের পক্ষে হয়ত ওয়ানডে সিরিজও খেলা সম্ভব হবে না। সত্যিই আঙ্গুলের ফ্র্যাকশ্চারের কারণে ওয়ানডে সিরিজও খেলতে পারবেন কি না, সে বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে মুশফিকের ক্যারিবীয়দের সাথে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

এ সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি শনিবার রাতে জাগো নিউজকে জানান, `বাস্তবতা হলো, সম্ভাবনা বেশ কম। কারণ, মুশফিকের ফ্র্যাকশ্চারের মাত্র ২ সপ্তাহ হবে আগামী কাল। এসব ফ্র্যাকশ্চার সারতে অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে। সেক্ষেত্রে মুশফিকের ইনজুরি পুরোপুরি ভাল হতে আরও ২ সপ্তাহ সময় লাগবে। এরপর তাকে রিহ্যাবে যেতে হবে। ‘

`সব মিলিয়ে মাঠে ফিরতে ফিরতে তার অন্তত আরও তিন সপ্তাহ সময় লাগবে। আর ওয়ানডে সিরিজ শুরু ৮ ডিসেম্বর। তার আগে মুশফিকের খেলার উপযোগি হয়ে ওঠার বাস্তব সম্ভাবনা নেই বললেই চলে। ‘

তবে দেবাশীষ চৌধুরী জানান, মুশফিকের অতীত রেকর্ড আছে ইনজুরি নিয়ে এমনকি ফ্র্যাকশ্চার নিয়েও খেলার। কাজেই এবারও যে মুশফিক ইনজুরি পুরো ভাল না হলেও খেলতে নামবেন না, তা আগাম বলা কঠিন। ডাক্তার দেবাশীষ চৌধুরীর শেষ কথা, আগামীকাল ২৪ নভেম্বর মুশফিকের সাথে তার দেখা হবে। ইনজুরি নিয়ে কথা হবে। মুশফিক কি ভাবছেন, তার চিন্তা কি, ইনজুরি পুরো ভাল না হলেও ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন কিনা, সে সব নির্ভর করছে তার ওপর।
দেবাশীষ বলেন, `তবে আমার শেষ কথা হলো, প্র্যাকটিক্যালি মুশফিকের ওয়ানডে সিরিজ খেলা সম্ভাবনা খুব কম। তবে ‘থিওরিটিক্যালি’ সম্ভাবনা থাকবে। কারণ ক্রিকেটারটি মুশফিক। এমন পরিস্থিতিতে তার আগেও খেলাল রেকর্ড আছে। ইনজুরি শতভাগ ভাল না হলেও মাঠে নামার রেকর্ড আছে। এবার কি হবে সেটাই দেখার।‘

যদিও বিষয়টা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বিসিবি। অ্যান্টিগায় থাকা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়টা পুরোপুরি মেডিক্যাল কমিটির ওপর নির্ভর করছে। তবে মেডিক্যাল কমিটি তাকে যা জানিয়েছে, তা শুনে তিনি মুশফিকের ওয়ানডে সিরিজ খেলার ব্যাপারে আশাবাদী নন। তার ভাষায়, `আমি অ্যাফ্রেইড (ভীত)। ’

এআরবি/আইএইচএস/এমএসএম

Read Entire Article