টোকিওতে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলো বেপজা

2 months ago 6

জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ও অর্থনৈতিক অঞ্চলে (বেপজা ইজেড) বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা)।

বুধবার (২৫ জুন) জাপানের রাজধানী টোকিওতে একটি উচ্চপর্যায়ের বিনিয়োগ সেমিনারে এ আহ্বান জানানো হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্প্রতি জাপান সফরের ধারাবাহিকতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।

মারুহিসা প্যাসিফিক কোম্পানি লিমিটেড, ইয়োকোহামা লেবেলস অ্যান্ড প্রিন্টিং (বিডি) কোম্পানি লিমিটেড, ওয়াইকেকে গ্রুপ এবং জাপানে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) যৌথ সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জাপানের খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠান ও শিল্পগ্রুপগুলোর ১২৫ জন প্রতিনিধি অংশ নেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান তার মূল বক্তব্যে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশের সঙ্গে গভীরতর অংশীদারত্বে যুক্ত হওয়ার আহ্বান জানান।

টোকিওতে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলো বেপজা

তিনি বলেন, ‘বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে সম্ভাবনা এবং কর্মদক্ষতা এক হয়ে সফলতার ভিত্তি তৈরি করে, আর অংশীদারত্ব আমাদের এগিয়ে নিয়ে যায়।’

তিনি বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত, যা আঞ্চলিক ও বৈশ্বিক বাজারে নির্বিঘ্নে প্রবেশের সুযোগ তেরি করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে তরুণ, শিক্ষিত ও সহজে প্রশিক্ষণযোগ্য জনশক্তি রয়েছে, যা এশিয়ার মধ্যে অন্যতম সাশ্রয়ী শ্রমশক্তি হিসেবে বিবেচিত।’

বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার ও বেপজার ‘ওয়ান স্টপ সার্ভিস’ ব্যবস্থার কথা উল্লেখ করেন, যা কর অবকাশ, শুল্কমুক্ত আমদানি সুবিধা এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তির আওতায় আইনি সুরক্ষা প্রদান করে।

তিনি বলেন, ‘এটি শুধুই একটি বিনিয়োগ প্রস্তাব নয়, এটি একটি অংশীদারত্বের ডাক, যেখানে আমরা একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।’

টোকিওতে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলো বেপজা

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন, জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাপানি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা ও ভ্রমণভিসা এক ঘণ্টার মধ্যে প্রক্রিয়াকরণে প্রস্তুত।

বিদ্যমান বিনিয়োগকারী ও অনাবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতের প্রতি ঢাকা-নারিতা সরাসরি বিমান চালুর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান, যাতে বিনিয়োগ এবং ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ হয়।

জেট্রোর সদ্যবিদায়ী কান্ট্রি ডিরেক্টর ইউজি আন্দো বাংলাদেশে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ইপিজেডগুলোতে বিনিয়োগের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এসব সমস্যা দ্রূত সমাধান হবে।

সেমিনারে মারুহিসা প্যাসিফিক কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিরাইশি কিমিনোবো এবং ইয়োকোহামা লেবেলস অ্যান্ড প্রিন্টিং (বিডি) কোম্পানি লিমিটেডের বিনিয়োগকারী কানো তেৎসুরো আদমজী ইপিজেডে তাদের এক দশকেরও বেশি সময় ধরে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা শেয়ার করেন। তারা বেপজার বিনিয়োগ সহায়তা ও দক্ষ ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থার প্রশংসা করেন এবং জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ‘বাংলাদেশের ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক একটি বিস্তারিত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, যেখানে বেপজার অর্জন, অবকাঠামো ও সেবাসমূহ তুলে ধরা হয়।

সেমিনার শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে বেপজার নির্বাহী চেয়ারম্যান, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) এবং পরিচালক আলী ইসতিয়াক চৌধুরী অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিএ/জেআইএম

Read Entire Article