টোঙ্গায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা

2 days ago 10
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  স্থানীয় সময় সোমবার (৩১ মার্চ) ভোরে এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এপি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি মূল ভূখণ্ড থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) এলাকার উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে। ফলে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) প্রথমে ভূমিকম্পের মাত্রা ৬.৬ বলে জানালেও পরে সেটি ৭.০ মাত্রা বলে নিশ্চিত করে। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে। টোঙ্গা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পলিনেশীয় অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র। দেশটি ১৭১টি দ্বীপ নিয়ে গঠিত এবং এখানে এক লাখের বেশি মানুষের বসবাস। এর বেশিরভাগ জনগণ মূল দ্বীপ টোঙ্গাটাপুতে বসবাস করেন। টোঙ্গা অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে অবস্থিত। দেশটির বেশিরভাগ দ্বীপ সাদা বালুময় সৈকত, প্রবাল প্রাচীর এবং ঘন গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে ঘেরা।
Read Entire Article