টোল আদায়ে তুঘলকি

3 months ago 63
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী, চট্টগ্রামের শাহ আমানত (কর্ণফুলী), ময়মনসিংহের শম্ভুগঞ্জসহ দেশের ২৬টি সেতুর নির্মাণ ব্যয় উঠে গেলেও আদায় হচ্ছে টোল। এ টোলহার সেতু নির্মাণের পর নির্ধারণ হলেও এরপর কয়েক দফা বেড়েছে। একই সঙ্গে সেতুগুলো থেকে টোল আদায়ে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। যাদের পেছনে টোল আদায়ের সিংহভাগ চলে যাচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ব্যয় উঠে গেলে সরকারের উচিত পর্যালোচনা করে টোল আদায় বন্ধ করা। এ ছাড়া বড় অঙ্কের টাকা খরচ করে টোল আদায়ে ঠিকাদার নিয়োগ করা রাষ্ট্রের অর্থ অপচয়ের শামিল; যা কখনো কাম্য হতে পারে না। জানা যায়, ২০১৪ সালে সওজের অধীন সড়ক, সেতু, পাতালপথ (টানেল), উড়ালসড়ক ও ফেরি থেকে টোল
Read Entire Article