ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদকে হত্যার হুমকির অভিযোগ

3 weeks ago 16

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হাইকোর্টে এসে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করা হয়েছে। এর আগে গত ১৮ই ডিসেম্বর বিকেলে তাকে এ হুমকি দেয়া হয় বলে জানান প্রসিকিউটর মাহমুদ।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

বি এম সুলতান মাহমুদ গণমাধ্যমকে বলেন, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড এবং গুমের মামলার তদন্ত ও পরিচালনার দায়িত্বে আছি। আমার স্ত্রীর ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরে গত ১৮ ডিসেম্বর দুপুরের পর কয়েকবার উক্ত মোবাইল নম্বরের ইমো আইডি থেকে ফোন করে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

তিনি বলেন, কথার সূত্রে আমি বুঝতে পেরেছি তার নাম আমির। সে একজন কুখ্যাত ডাকাত। তার নামে নড়াইল, যশোর ও ঢাকায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। সে আমাকে হাইকোর্টে এসে খুন করবে, এ কথা বলেছে। কল রেকর্ড বের করলে সব পাওয়া যাবে। হুমকি দেওয়ার সময় তিনি ও তার স্ত্রী নিউমার্কেট থানা এলাকায় অবস্থান করছিলেন বলেন জানান সুলতান মাহমুদ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জামিন, মামলা, হাইকোর্টট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদকে হত্যার হুমকির অভিযোগ

তিনি আরও জানান, হুমকি দিয়ে বলেছে তার নাকি একটা মামলা ছিল আমার কাছে। সেই মামলায় জামিন করাতে আমার নাকি বিলম্ব হয়েছে। তিনি চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে থাকেন। আমার ধারণা সে জামিনে বের হওয়ার প্রায় এক মাস পরে আমাকে ফোন করে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়েছে। ধারণা করছি কেউ এটা করাচ্ছে।

এই আইনজীবী বলেন, আমির জেলে থাকাকালীন তার ছোট ভাই ও স্ত্রী আমাকে বিভিন্ন সময়ে ফোন করেন। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদানের আগে তার দুটি ডাকাতির মামলার জামিন করিয়েছিলাম। সেখানেও সে দোষ স্বীকার করেছে।

এফএইচ/এমডিআইএইচ/এএমএ/জেআইএম

Read Entire Article