ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার অব্যাহতির আবেদন

3 weeks ago 8

অসুস্থতাজনিত কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে অব্যাহতির আবেদন করেছেন অ্যাডভোকেট হাসানুল বান্না।

মঙ্গলবার (১৯ আগস্ট) প্রসিকিউটর হাসানুল বান্না চিফ প্রসিকিউটর বরাবর এ আবেদন জানান।

অপর প্রসিকিউটর (প্রশাসক) গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

হাসানুল বান্না দীর্ঘদিন জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত বলেও জানান প্রসিকিউটর গাজী তামিম। তিনি বলেন, নিয়োগের পর মাত্র কয়েকদিন নিয়মিত অফিস করেন। এর পরই তার জটিল রোগ ধরা পড়ে। এর পর থেকেই তিনি ছুটিতে রয়েছেন।

এফএইচ/কেএসআর/জেআইএম

Read Entire Article