ট্রাক উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত

2 months ago 47

রাজবাড়ীর কালুখালীতে গরুবাহী ট্রাক উল্টে পুকুরে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া ইবি থানার আফজালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (৫০) ও আফজালপুর গ্রামের সাইদুর রহমান (৪০)।

জানা গেছে, কুষ্টিয়া জেলার ইবি থানার আফজালপুর ইউনিয়ন থেকে একটি ট্রাকে করে ১০ জন গরু ব্যবসায়ী ১৪টি গরু নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট মোড় এলাকার অদূরে পৌঁছলে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী ও দুটি গরু মারা যায়।

গরুবাহী ট্রাকে থাকা মো. শফিউদ্দন বলেন, আমরা ১৪টি গরু নিয়ে কুষ্টিয়া ইবি থানা এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। ট্রাকচালক আগে থেকেই দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল। আমরা অনেকবার বলেছি গাড়ি আস্তে চালাতে। তিনি শোনেননি। এখানে এসে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। আমাদের মধ্যে দুজন মারা গেছেন।

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন-অর রশিদ বলেন, দুপুর ২টার দিকে আমরা সংবাদ পাই একটি দ্রুতগতির গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে গেছে। ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করি। ততক্ষণে দুজন গরু ব্যবসায়ী ও দুটি গরু মারা যায়। ট্রাকচালককে পাওয়া যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article