সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

2 hours ago 6
সিপিএলে সাকিব আবারও প্রমাণ করলেন কেন তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসানের রেকর্ডবুক লেখা বোলিং ও ঝড়ো ব্যাটিংয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ৭ উইকেটে হারিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। প্রথমবারের মতো কোনো বাঁহাতি বোলার এবং মোটের ওপর মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট স্পর্শ করলেন সাকিব। ইনিংসের ১৫তম ওভারে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে পৌঁছে যান মাইলফলকে। পরে ১৭তম ওভারে ফিরিয়ে দেন কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসীকে। দুই ওভার বল করে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট তুলে নেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান তোলে প্যাট্রিয়টস। সাকিবের সঙ্গে উইকেট ভাগ করে নেন জেডন সিলস, সালমান ইরশাদ ও শামার স্প্রিঙ্গার। জবাবে ব্যাট হাতে নেমে জয় নিশ্চিত করেন ফ্যালকনস ব্যাটাররা। কারিমা গোর খেলেন ৫২ রানের শান্ত ইনিংস, আর সাকিব ১৮ বলে ২৫ রান করে দলের রানের গতি বাড়ান। তার ইনিংসে ছিল এক চার ও দুই ছক্কার মার। ১৯.৪ ওভারেই ১৩৭ রান তুলে ৭ উইকেট হাতে রেখে জয় পায় ফ্যালকনস। ওপেনার জুয়েল অ্যান্ড্রু (২৮) ও রহকিম কর্নওয়াল (১৬) দলের জন্য কার্যকর অবদান রাখেন। ব্যাট হাতে ৭ হাজারের বেশি রান ও বল হাতে ৫০০ উইকেট— ক্রিকেট ইতিহাসে এই কীর্তি একমাত্র সাকিব আল হাসানের। সিপিএলের এই ম্যাচ প্রমাণ করল, বয়স বাড়লেও তিনি এখনও বিশ্ব ক্রিকেটে ম্যাচ ঘোরানোর অন্যতম ভরসার নাম।
Read Entire Article