রাজধানীর রামপুরার মেরাদিয়া এলাকায় একটি ভবনের ছয়তলায় কাজ করার সময় নিচে পড়ে প্রাণ হারিয়েছেন শরিফুল ইসলাম (৩৫) নামের এক রডমিস্ত্রি।
রোববার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত শরিফুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সাজানি গ্রামে। তিনি স্থানীয় ময়না মিয়ার ছেলে।
শরিফুলকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী আহমেদ আলী জানান, রাত ১০টার দিকে ভবনের ছাদে রডের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।