রাজশাহীর চারঘাট উপজেলার শিবপুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় চারঘাট-লালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চারঘাট উপজেলার চামতা গ্রামের মোহাম্মদ আলী তুহিন (২৫), মারুফ ইসলাম জয় (১৮) এবং শিবপুর এলাকার মো. শিমুল (২৫)।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বানেশ্বর এলাকা থেকে মোটরসাইকেলে তিন বন্ধু চারঘাটের দিকে যাচ্ছিলেন। শিবপুর এলাকার একটি পেট্রল পাম্পের সামনে পৌঁছলে তারা একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

8 hours ago
9









English (US) ·