ট্রাকচাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী
যশোরের অভয়নগরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ইসমাইল বিশ্বাস (৪০) ও মহাসিন মল্লিক (৩৪)। নিহত ইসমাইল বিশ্বাস অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে ও মহাসিন মল্লিক একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে নওয়াপাড়া শহরে যাচ্ছিলেন ইসমাইল বিশ্বাস ও মহাসিন মল্লিক। পুড়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণ আনে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবাদুল করিম জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। পরে স্থানীয় জনতা ট্রাকটি জব্দ করেছে।