ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের

1 week ago 12

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাস্থল থেকে ওই ট্রান্সফরমার চোর সন্দেহে আরেকজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলা সদরের জিনইর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪২)। তিনি উপজেলার ডালম্বা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। দীর্ঘদিন যাবৎ তিনি জিনইর গ্রামে তার শ্বশুরবাড়িতে ঘরজামাই ছিলেন। আটক ব্যক্তির নাম রতন ইসলাম। তিনি জিনইর গ্রামের দুলাল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের জিনইর গ্রামের পূর্ব মাঠে গত বৃহস্পতিবার রাতে একটি অগভীর নলকূপের পাশে বিদ্যুতের পিলারের ওপরে মৃত অবস্থায় স্থানীয়রা তাকে ঝুলতে দেখে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করে। এ সময় মৃত ব্যক্তির কোমরে বিদ্যুতের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি দেখা যায়। 

পুলিশের ধারণা, বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় বৈদ্যুৎস্পর্শেই তার মৃত্যু হয়েছে। এছাড়া থানা পুলিশ ওই ট্রান্সফরমার চুরির সন্দেহে জিনইর গ্রামের রতনকে আটক করে। রতনের দেওয়া তথ্যানুযায়ী তার নিজ বাড়ি থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও চুরির বিভিন্ন মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, মৃত আব্দুর রহমানের কোমরে বৈদ্যুতিক কাজের যন্ত্রপাতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাতে সে ট্রান্সফরমার চুরি করতে পিলারে উঠলে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পর্শে মারা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। কোনো অভিযোগ না থাকায় উদ্ধার ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Read Entire Article