ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৫ মামলা

3 hours ago 3

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ছাড়াও অভিযানকালে ৮১টি গাড়ি ডাম্পিং ও ৩টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৩ জানুয়ারি একদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ২ হাজার ১৮০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্ত মামলায় ৭৭টি গাড়ি ডাম্পিং ও ৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

Read Entire Article