ট্রাম্প জেতায় হতাশ মার্কিনিরা ইতালিতে এক ডলারে বাড়ি কিনতে পারবেন

2 months ago 28

ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অনেকেই আশ্চর্য হয়েছেন। এমন অবস্থায় ইতালির সার্ডিনিয়া দ্বীপের একটি গ্রাম হতাশ মার্কিনিদের জন্য একটি সুযোগ চালু করেছে।

৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর গ্রামটির কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট চালু করেছে। এতে হতাশ মার্কিনদের জন্য শুধু এক ডলারে ওলোলাই গ্রামটিতে বাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।

ওয়েব সাইটে বলা হয়েছে, আপনি কি বৈশ্বিক রাজনীতির পেক্ষাপটে বিরক্ত? নতুন সুযোগ সুরক্ষিত করার মাধ্যমে আরও ভারসাম্যপূর্ণ জীবনধারা গ্রহণ করতে চাইছেন? তাহলে সার্ডিনিয়ার অত্যাশ্চর্য স্বর্গে আপনার ইউরোপে পালানোর কাজ শুরু করার সময় এসেছে।

মেয়র ফ্রান্সেসকো কলম্বু বলেছেন, ওয়েবসাইটটি বিশেষভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষিতে আমেরিকান ভোটারদের আকর্ষণ করার জন্য তৈরি করা হয়।

মেয়র ফ্রান্সিসকো অবশ্য অন্য দেশের নাগরিকদের জন্য তার গ্রামে বসতি গড়ার সুযোগ একেবারে বন্ধ করে দেননি। এ ব্যাপারে তিনি বলেন, আমরা চাই মার্কিনিরা যেন সবার আগে সুযোগ পান। তবে আমরা অন্য দেশের নাগরিকদের এখানে বসবাসের জন্য আবেদন করার সুযোগ বাতিল করছি না।

ইতালির অনেক এলাকার মতো ওই দ্বীপের ওলোলাই গ্রামের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বাইরের মানুষদের দিয়ে বসতি গড়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ বেশ কয়েক দশক ধরেই গ্রামটিতে লোকজনের বসতি কমছে। লোকজন না থাকায় জরাজীর্ণ হয়ে পড়ছে অনেক বাড়ি। এ অবস্থায় আকর্ষণীয় ওই উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন

এমএসএম

 

Read Entire Article