ট্রাম্প ভুল তথ্যের জগতে বাস করছেন: জেলেনস্কি

1 month ago 30

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রভাবিত ‘ভুল তথ্যের জগতে বাস করছেন’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি ইউক্রেনীয় প্রেসিডেনেটর জনপ্রিয়তা ৪ শতাংশে নেমে এসেছে বলে দাবি করেন ট্রাম্প। এরপরই মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্য করলেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমার জনপ্রিয়তা এখনো অনেক বেশি। তাই এখন কেউ আমাকে সরাতে চাইলে তা কার্যকর হবে না। সাম্প্রতিক জরিপের উদ্ধৃতি দিয়ে জেলেনস্কি বলেন, নেতা হিসেবে ইউক্রেনের প্রায় ৫৮ শতাংশ মানুষ তাঁর ওপর আস্থা রাখেন।

রাশিয়া ‘প্রচুর অপতথ্য ছড়াচ্ছে’ অভিযোগ করে জেলেনস্কি বলেন, নেতা হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি, তিনি এই অপতথ্যের জগতে বাস করছেন।

জেলেনস্কি আরও জানান, তিনি মার্কিন দূত কিথ কেলোগের সঙ্গে ফ্রন্ট লাইনে যেতে প্রস্তুত, যাতে কেলোগে নিজ চোখে দেখতে পারেন যুদ্ধক্ষেত্রে কী ঘটছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যদি কেউ বাস্তবতা দেখতে চায়, তাহলে আমি দেখাতে প্রস্তুত।

তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলে আসছে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে পশ্চিমা দেশগুলোর সামরিক ও অর্থনৈতিক সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকা কঠিন হবে।

সূত্র: বিবিসি

এসএএইচ

Read Entire Article