ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়কে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি দুদেশের সীমান্ত নিয়েও উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে। সবশেষ শেখ হাসিনার অনলাইন ভাষণ ঘিরে দুই দেশের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। এই অবস্থায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এ সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সপ্তাহে ট্রাম্প-মোদির বৈঠকে বাংলাদেশ ইস্যু ‘উঠতে পারে’। আর এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাদের প্রথম বৈঠক হবে।
মিশ্রি বলেছেন, আমি নিশ্চিত না যে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হবে কিনা, তবে এটি উঠে আসতে পারে। তিনি আরও বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তবে কোনো বিশেষ বিষয় উঠে আসবে কিনা সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’
শেখ হাসিনার অনলাইন ভাষণকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে উত্তেজনা চলছে। ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা করা হয়েছে। এ বিষয়ে মিশ্রি বলেন, কূটনৈতিক ভবনের নিরাপত্তা ‘হোস্ট সরকারের দায়িত্ব’। বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের এ দায়িত্ব সম্পর্কে সচেতন রয়েছে।
শেখ হাসিনা তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধরা শেখ মুজিবুরের বাড়ির গেট ভাঙচুর করেন এবং আগুন লাগিয়ে দেন। তারা বাড়িটিকে ‘স্বৈরাচার’ ও ‘ফ্যাসিবাদের’ প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন।
শেখ হাসিনার বক্তব্যের কারণে দুদেশের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। মিশ্রি জানান, দুই দেশের মধ্যে সমঝোতা ও সহানুভূতির পরিবেশ প্রয়োজন। হাসিনার মন্তব্য ব্যক্তিগত মতামত হিসেবেই দেখতে হবে।
মোদির মার্কিন সফরে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক ও অভিবাসন নীতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। এ উদ্বেগের মধ্যে সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে মোদির এ সফর ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে চীনের আঞ্চলিক আধিপত্য ঠেকানোর জন্য।
সূত্র: ফার্স্টপোস্ট, এনই ইন্ডিয়া ব্রডকাস্ট