ট্রাম্প সীমা ছাড়িয়েছেন? জরিপ কী বলছে

19 hours ago 8

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এক মাসেই কেন্দ্রীয় প্রশাসনে ব্যাপক সংস্কার আনার চেষ্টা করেছেন। একইসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তবে সম্প্রতি ওয়াশিংটন পোস্ট ও ইপসোসের জরিপে দেখা গেছে, ৫৭ শতাংশ মার্কিনি মনে করছেন, তিনি তার ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন।

জরিপ অনুযায়ী, ট্রাম্পকে সমর্থন করছেন ৪৫ শতাংশ মার্কিনি। অন্যদিকে ৫৩ শতাংশ সমর্থন করছেন না। ট্রাম্পের প্রশাসনিক কার্যক্রমে ৪৩ শতাংশ সমর্থন জানালেও, ৪৮ শতাংশ বিরোধিতা করছেন। 

রিপাবলিকানদের মধ্যে প্রায় ৯০ শতাংশ তার পদক্ষেপ সমর্থন করছে, আর ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধিতা করছে ৯০ শতাংশ। স্বতন্ত্র ভোটারদের মধ্যে এক-তৃতীয়াংশ সমর্থন জানালেও অর্ধেকের বেশি বিরোধিতা করছেন। 

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের কর্মকাণ্ডও বিতর্ক সৃষ্টি করেছে। ৩৪ শতাংশ মার্কিনি কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক সমর্থন করছেন, আর ৪৯ শতাংশ বিরোধিতা করছেন। 

ট্রাম্পের কিছু নির্বাহী আদেশ (যেমন জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল) আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। ৮৪ শতাংশ মার্কিনি মনে করেন, সুপ্রিম কোর্টের রায় মেনে চলা উচিত। তবে ১১ শতাংশ মনে করেন, ট্রাম্প তা উপেক্ষা করতে পারেন। 

ট্রাম্প তার ক্ষমতার সীমা ছাড়িয়ে গেলেও ৬২ শতাংশ মার্কিনি বিশ্বাস করেন, রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস তাকে সমর্থন দেবে। তবে ৫৬ শতাংশ মনে করেন, সুপ্রিম কোর্ট তাকে থামানোর চেষ্টা করবে।

Read Entire Article