ট্রাম্পকে হতাশায় ডুবিয়েছেন পুতিন
ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় মেলেনি দৃশ্যমান অগ্রগতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, পশ্চিমা দেশগুলোর যুদ্ধবিরতির প্রস্তাবে কোনো ইতিবাচক সাড়া দেয়নি মস্কো। যদিও মার্কিন প্রেসিডেন্ট এটিকে ‘পুতিনের ব্যর্থতা’ বলে অভিহিত করছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষে সাংবাদিকদের তিনি রাখঢাক না করেই জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যকলাপে তিনি হতাশ।
এদিকে, ইউক্রেন সংঘাতের মধ্যেই রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমানো একটি পরিকল্পিত সিদ্ধান্ত। রুশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রাশিয়া ‘প্রযুক্তিগত মন্দা’র মুখোমুখি হতে পারে। তবে পুতিন এই ধারণা অস্বীকার করেছেন। তিনি বলেন, ইউক্রেনে এখন ৭ লাখের বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে তাদের সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে।
কিয়েভ বলছে, রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক বিনিময়ে তারা এক হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনার মরদেহ ফিরে পেয়েছে। এর বিপরীতে মাত্র ২৪ জন রুশ সেনার মরদেহ তারা হস্তান্তর করেছে। অন্যদিকে রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতে ইউক্রেনের দেড় হাজারেরও বেশি সেনা হতাহত হয়েছে। তবে এটিকে উভয় পক্ষের ‘ন্যারেটিভ ওয়ারফেয়ার’ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে...