ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান

3 weeks ago 17

মার্কিন প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নিয়োগ পেলেন আরও এক ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান। জানা গেছে, ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা শ্রীরাম কৃষ্ণাণকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে হোয়াইট হাউজের নীতি নির্ধারণে জ্যেষ্ঠ্য উপদেষ্টা হিসেবে কাজ করবেন শ্রীরাম কৃষ্ণাণ।

কৃষ্ণানের নিয়োগের বিষয়ে এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতিগুলো কৃষ্ণাণ নির্ধারণ করবেন। এছাড়াও প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কাজও তিনি করবেন।

জানা গেছে, কৃষ্ণাণের জন্ম ভারতে চেন্নাইয়ে। তামিলনাড়ুর এস আর এম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্য-প্রযুক্তি নিয়ে স্নাতক করেন তিনি। এরপর ২০০৫ সালে মাত্র ২১ বছর বয়সেই চলে যান যুক্তরাষ্ট্রে।

২০০৫ সাল থেকে মাইক্রোসফটের আওতায় কাজ শুরু করেন তিনি। টুইটার, ইয়াহু, ফেসবুকের মতো বিখ্যাত প্রতিষ্ঠানগুলোতেও কাজ করেছেন তিনি।

জানা গেছে, টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে এই ভারতীয় বংশোদ্ভূত প্রকৌশলীর। সামাজিক মাধ্যম টুইটারকে এক্সে রূপ দেওয়ার সময় মাস্কের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

ভারতীয় ফিনটেক সংস্থা ক্রিডের সঙ্গেও জড়িত রয়েছেন কৃষ্ণাণ। স্ত্রী আরতির সঙ্গে একটি পডকাস্টও সম্প্রচার করেন তিনি।

সূত্র: এনডিটিভি

এসএএইচ

Read Entire Article