ট্রাম্পের কথায় ‘ভারত-পাকিস্তান উভয়ই খুশি’

3 months ago 81
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটেছে এবং দুই দেশ বর্তমানে শান্তিপূর্ণ অবস্থানে আছে। বৃহস্পতিবার গালফ অঞ্চলের সফরের অংশ হিসেবে কাতারে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘আমি উভয়পক্ষকেই বলেছি, যুদ্ধ নয়—এখন সময় বাণিজ্যে মনোযোগ দেওয়া এবং তারা এতে খুশি হয়েছে।’ ট্রাম্প আরও জানান, মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার ফলে গত শনিবার (১০ মে ২০২৫) দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনার অবসান ঘটিয়েছে। আমি উভয়পক্ষকেই বলেছি, যুদ্ধ নয়—এখন সময় বাণিজ্যে মনোযোগ দেওয়া এবং তারা এতে খুশি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা ছিল উল্লেখযোগ্য। এর ফলে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা অর্জনে সহায়ক হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন। উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে, যা ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে থামে।
Read Entire Article