ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ পরিকল্পনার নিন্দা জানালো উ. কোরিয়া

2 hours ago 2

ট্রাম্পের গাজা দখল ও দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-এর এক মন্তব্য প্রতিবেদনে এই নিন্দা জানানো হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমটি এই পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগ আনে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বুধবার প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে ট্রাম্পের নাম স্পষ্টভাবে উল্লেখ না করে জানায়, তার এই পরিকল্পনায় বিশ্ব ক্ষুব্ধ।

এতে বলা হয়েছে, হোয়াইট হাউজের গাজা প্রস্তাব বিশ্বে আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী, আক্রমণাত্মক উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ।

আরও পড়ুন>

পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলের ট্রাম্প প্রশাসনের আহ্বান ও মেক্সিকো উপসাগর এর নাম পরিবর্তন করে আমেরিকার উপসাগর করার সিদ্ধান্তের জন্য কেসিএনএ যুক্তরাষ্ট্রকে হিংস্র ডাকাত বলে অভিহিত করেছে।

গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের অন্য দেশে স্থায়ীভাবে সরিয়ে দিয়ে পুরো উপত্যকা যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তার এই প্রস্তাব সামনে আসতেই বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

এর আগে ট্রাম্পের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, চীন, রাশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশ ও সংগঠন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Read Entire Article