ট্রাম্পের নতুন ঘোষণায় কোন দেশের ওপর কত শুল্ক?

2 months ago 8

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৭ জুলাই) এক ঘোষণায় বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের ওপর উচ্চ হারে আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৪০ শতাংশ শুল্ক পড়েছে মিয়ানমার ও লাওসের ওপর। বাংলাদেশকে ৩৫ শতাংশ হারে শুল্ক আরোপের কথা জানানো হয়েছে।

ট্রাম্পের চিঠি অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে এই নতুন শুল্কহার কার্যকর হবে। তবে প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন, এই সময়সীমা ‘শতভাগ চূড়ান্ত নয়’। অর্থাৎ আগামী তিন সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে কোনো সমঝোতা হলে শুল্কহারের পরিবর্তন হতে পারে।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকা

নতুন শুল্কনীতিতে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে, তাদের মধ্যে রয়েছে:

> লাওস, মিয়ানমার: ৪০ শতাংশ শুল্ক
> থাইল্যান্ড, কম্বোডিয়া: ৩৬ শতাংশ
> বাংলাদেশ, সার্বিয়া: ৩৫ শতাংশ
> ইন্দোনেশিয়া: ৩২ শতাংশ
> দক্ষিণ আফ্রিকা, বসনিয়া ও হার্জেগোভিনা: ৩০ শতাংশ
> মালয়েশিয়া, তিউনিশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান: ২৫ শতাংশ

ট্রাম্প বলেন, যেসব দেশের সঙ্গে চুক্তি হয়নি, আমরা তাদের চিঠি পাঠিয়ে জানিয়ে দিচ্ছি—চুক্তি না হলে শুল্ক কার্যকর হবে।

আরও পড়ুন>>

আলোচনার সুযোগ আছে

তবে ট্রাম্প আরও বলেন, “হয়তো কিছুটা সমন্বয় করবো। এটি নির্ভর করবে তাদের প্রস্তাবের ওপর। আমরা অযৌক্তিক হতে চাই না।

যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে এরই মধ্যে চুক্তি হয়েছে বলে জানান ট্রাম্প। এছাড়া ভারতের সঙ্গে আলোচনা ‘প্রায় শেষ পর্যায়ে’ বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: এনডিটিভি
কেএএ/

Read Entire Article