ট্রাম্পের প্রকল্প নিয়ে মাস্ক-অল্টম্যানের দ্বন্দ্ব

3 hours ago 5

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ১০ হাজার কোটি ডলারের একটি বড় প্রকল্পের ঘোষণা দিয়েছেন। প্রকল্পে ডেটা সেন্টার ও পরিকাঠামোতে প্রাইভেট খাতে বিনিয়োগ হওয়ার কথা। ট্রাম্প দাবি করেছেন, এই প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ ৫ গুণ বাড়তে পারে। প্রকল্পটির সঙ্গে জড়িত কোম্পানির মধ্যে স্যাম অল্টম্যানের ওপেনএআই, সফটব্যাংক ও ওরাকল উল্লেখযোগ্য।

তবে এই প্রকল্পের ঘোষণা হওয়ার পর ইলন মাস্ক এর সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। মাস্ক দাবি করেছেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ সফটব্যাংকের কাছে নেই। প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে তিনি শঙ্কিত। মাস্ক আরও বলেন, ‘এআই প্রকল্পের জন্য তাদের কাছে টাকা নেই।’ স্যাম অল্টম্যান মাস্কের এ মন্তব্যের প্রতি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। অল্টম্যান সোশ্যাল মিডিয়ায় মাস্কের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি ভুল বলছেন। আপনারা হয়তো সবাই এরইমধ্যে তা জানেন। অল্টম্যান মাস্ককে টেক্সাসে ডেটা সেন্টারের নির্মাণস্থলে আসার আহ্বান জানিয়েছেন।

মাস্ক ও অল্টম্যানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে, বিশেষ করে চ্যাটজিপিটি ও এআই প্রযুক্তি নিয়ে।  এদিকে ট্রাম্পের শপথের দিনে মাস্কের পাশাপাশি হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন স্যাম অল্ট্যানও। এই আবহে অল্টম্যানের সঙ্গে ট্রাম্পের ঘোষিত প্রকল্পের বিরোধিতায় নেমেছেন মাস্ক। তথ্য: হিন্দুস্তান টাইমস

Read Entire Article