ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

2 hours ago 4

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তোলা প্রধান উপদেষ্টার একটি ছবি ফেসবুকে প্রকাশ করে প্রেস উইং। সেই ছবি ঘিরে একটি মহল কৃত্রিমভাবে তৈরি বলে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরির চেষ্টা করছে। 

এরই প্রেক্ষিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে সেই বিতর্কের জবাব দিয়েছেন। 

তিনি লিখেছেন, ‘মার্কিন কর্তৃপক্ষ শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত ৬টা ০৯ মিনিটে প্রধান উপদেষ্টা এবং তাঁর কন্যার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ছবি পাঠিয়েছে। আমরা যা জানতে পেরেছি, সাধারণত, হোয়াইট হাউস এই ধরনের ছবি রিসেপশনের কয়েক দিন পরে প্রকাশ করে। সুতরাং, ছবিটি ২৩ সেপ্টেম্বরের রিসেপশনের তিন দিন পর এসেছে।’

প্রেস সচিব আরও লেখেন, ‘আমি জানি কিছু মানুষ ছবিটির বিষয়ে মিথ্যা ছড়াচ্ছে। আপনার জন্য আমার বার্তা হলো: আপনি আবুল হলে আপনার আবুলত্ব দূর করার দায়িত্ব কর্তৃপক্ষের নয়।’

এর আগে, প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে লেখা হয়, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তাঁর মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

গত ২৩ সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে এই ছবি তোলা হয়। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভাষণ দিয়েছেন।

Read Entire Article