ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

1 day ago 5

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের এ বৈঠকে গাজা ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। তবে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েল এবং অন্যান্য দেশের সঙ্গে আলোচনার অগ্রগতি হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি। 

ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি বিষয়টি অনিশ্চিত। শান্তি বজায় থাকবে এমন কোনো নিশ্চয়তা আমার নেই।

এর আগে গতকাল সোমবার ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, আমরা যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী।

গত রোববার (০২ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবর্তন ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা—যেখানে নতুন মার্কিন-ইসরায়েলি পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে তার ধারণা দেন।

তিনি বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শাসনের অবসান এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য। শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যে শান্তির বলয় সম্প্রসারিত করব এবং গাজার সংকট সমাধানের একটি কার্যকর পথ বের করব।

Read Entire Article