ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগাভাগি, যা বলছে নোবেল কমিটি

ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার দিতে চান বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তবে তার এমন প্রস্তাবের বিষয়ে মুখ খুলেছে নোবেল কমিটি। এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তারা।  শনিবার (১০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার ‘ভাগ করা, প্রত্যাহার বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। একবার নোবেল পুরস্কারের ঘোষণা হয়ে গেলে সেই সিদ্ধান্ত চিরকালের জন্য বহাল থাকে। কোনো অবস্থাতেই তা প্রত্যাহার, ভাগ বা হস্তান্তর করা সম্ভব নয়।’ এদিকে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে মাচাদোর যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি তার প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ক চরম উত্তেজনায় রয়েছে। মাদুরোকে মাদক-সন্ত্রাসবাদসহ একাধিক অভিযোগে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর দাবি তুলে

ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগাভাগি, যা বলছে নোবেল কমিটি

ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার দিতে চান বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তবে তার এমন প্রস্তাবের বিষয়ে মুখ খুলেছে নোবেল কমিটি। এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তারা। 

শনিবার (১০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার ‘ভাগ করা, প্রত্যাহার বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। একবার নোবেল পুরস্কারের ঘোষণা হয়ে গেলে সেই সিদ্ধান্ত চিরকালের জন্য বহাল থাকে। কোনো অবস্থাতেই তা প্রত্যাহার, ভাগ বা হস্তান্তর করা সম্ভব নয়।’

এদিকে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে মাচাদোর যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি তার প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ক চরম উত্তেজনায় রয়েছে। মাদুরোকে মাদক-সন্ত্রাসবাদসহ একাধিক অভিযোগে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর দাবি তুলেছেন।

মাদুরো গ্রেপ্তারের পর মাচাদো দেশটির শীর্ষ পদে দায়িত্ব নেননি। তার পরিবর্তে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দায়িত্ব গ্রহণ করেন।

ট্রাম্প অতীতেও একাধিকবার নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী, দ্বিতীয় মেয়াদের প্রথম আট মাসে তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। তিনি বলেন, প্রতিটি যুদ্ধ থামানোর জন্য একটি করে নোবেল পাওয়া উচিত। এগুলো ছিল বড় বড় যুদ্ধ, যেগুলো কেউ ভাবেনি থামানো সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow