‘ট্রায়াল অব সূর্য সেন’-এর ৪০তম মঞ্চায়ন

3 hours ago 3

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টারদা সূর্য সেনের প্রহসনমূলক বিচার ও মৃত্যুর কাহিনি নিয়ে নির্মিত ঐতিহাসিক নাটক ‘ট্রায়াল অব সূর্য সেন’ আবারও মঞ্চে আসছে। নাট্যদল ঢাকা পদাতিক প্রযোজিত এ নাটকটির ৪০তম প্রদর্শনী হবে ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।

নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রয়াত একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী, যিনি নাটকে সূর্য সেন চরিত্রে অভিনয়ও করছেন। তিনি বলেন, ‘ট্রায়াল অব সূর্য সেন’ শুধু নাটক নয়, এটি আমাদের ইতিহাস ও সংগ্রামের প্রতিচ্ছবি।

গত বছর ভারতের দিল্লিতে নাটকটির দুটি আন্তর্জাতিক প্রদর্শনী হয় এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায়। প্রায় ৪০ জন শিল্পী এতে অভিনয় করছেন—তাদের মধ্যে আছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, হাসনাহেনা শিল্পী, মামুন উর রশিদ প্রমুখ। নাটকের আলোক প্রক্ষেপণে জাকারিয়া কিরণ, সংগীত নিয়ন্ত্রণে আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনায় শ্যামল হাসান।

২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর থেকেই এটি দেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক নাটক হিসেবে সমাদৃত।
 

Read Entire Article