সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের ভেতর থেকে পাসপোর্ট ভিসা ও নগদ টাকা ছিনতাইয়ের কবলে পড়েন মা ও ছেলে। এতে তাদের ওমরাহ পালন অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান।
শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুজন হলেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকের হাট গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী তাহমিনা বেগম ও তাদের ছেলে তৌহিদুল ইসলাম।
তৌহিদুল ইসলাম বলেন, মাকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশে শনিবার রাত সাড়ে ৮টায় নীলফামারী রেলস্টেশন থেকে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেসে করে ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে দিকে যাত্রা করি। এর মধ্যে রাত আড়াইটায় জামতৈল রেলওয়ে স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিংয়ে নীল সাগর এক্সপ্রেস থামে। এ সময় ট্রেন স্টেশনে অবস্থানকালে ছিনতাইকারীরা আমার পাশে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। যার মধ্যে ছিল আমার ও আমার মায়ের পাসপোর্ট, ভিসা, নগদ ৭৭ হাজার টাকা, বাটন মোবাইল, পাওয়ার ব্যাংকসহ প্রয়োজনীয় কাগজপত্র।
তিনি আরও বলেন, এখন পাসপোর্ট ও ভিসা ছিনতাই হওয়ায় আগামী ২ ডিসেম্বর দুপুর পৌনে ১২টায় ওমরাহ পালন অনিশ্চিত হয়ে পড়েছে আমাদের।
এ নিয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা কর্মকর্তা দুলাল উদ্দিন বলেন, হজযাত্রী মা ও ছেলে আমাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। যেহেতু লিখিত অভিযোগ সময়সাপেক্ষ ব্যাপার, এ ক্ষেত্রে মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।