ট্রেনের ছাদ যেন ঝর্ণা!

1 week ago 7

চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি বগি যেন ঝর্ণায় পরিণত হয়েছিল। সারাক্ষণ ট্রেনের ছাদ বেয়ে আসনে পানি পরেছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে ব্যাপক। ঢাকা পৌঁছে কমলাপুর রেলওয়ে স্টেশনে এক যাত্রীকে ক্ষোপ প্রকাশ করতে দেখা যায়। 

শাহরিয়ার মুহাম্মদ মাহি নামের ওই যাত্রী কালবেলাকে বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে ঢাকা আসার জন্য চট্টলা এক্সপ্রেসে এসি বগিতে টিকেট সংগ্রহ করি। কিন্তু দুঃখের বিষয় আমি কসবা স্টেশন থেকে ট্রেনে ওঠার কিছুক্ষণ পর থেকেই অঝোরে গায়ে ও মালামালের ওপর এসির পানি পড়তে থাকে। সিটে বসে আসতে পারিনি।’ 

তিনি বলেন, ‘ট্রেনের প্রত্যেকটি ওয়াশরুম লক ছিল। আমরা অভিযোগ দিলেও ট্রেনে থাকা কর্মকর্তারা আমাদের অভিযোগ আমলে নেইনি। আমরা এত টাকা দিয়ে টিকিট কাটি আরামে ভ্রমণ করার জন্য কিন্তু টাকা দিয়েও আমরা আরাম পাইনি।’ 

ছবি, ভিডিওসহ ওই যাত্রী অভিযোগ জানান ঢাকা রেলওয়ে (কমলাপুর) স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেনের কাছে। তখন তিনি অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।  
 

Read Entire Article