ডাকসু জয়ীদের অভিনন্দন জানাল মালয়েশিয়ার ছাত্র সংগঠন পিকেপিআইএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে মালয়েশিয়ার ইসলামী ছাত্র সংগঠন পারসাতুয়ান কেবাংসান পেলাজার ইসলাম মালয়েশিয়া (পিকেপিআইএম)।
এক বিবৃতিতে সংগঠনটি বিশেষভাবে ইসলামী ছাত্রশিবিরকে শুভেচ্ছা জানায়। সংগঠনটি এবারের নির্বাচনে ২৮টির মধ্যে ২৩টি আসনে জয়লাভ করেছে। পিকেপিআইএম বলেছে, এই ফলাফল শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন, যা বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা জাগিয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আট মাস আগে ঢাকায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সম্মেলনে অংশগ্রহণ করে তারা নতুন নেতৃত্বের অঙ্গীকার প্রত্যক্ষ করেছিল। সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় হয়, যা তাদের অনুপ্রাণিত করেছে।
সংগঠনটির মতে, ডাকসুর এই বিজয় শুধু বাংলাদেশ নয়, বরং আঞ্চলিক ছাত্র আন্দোলনের জন্যও প্রেরণার উৎস হবে। এটি প্রমাণ করে যে ছাত্র গণতন্ত্র কোনো স্লোগান নয়, বরং ন্যায়বিচার ও গণতান্ত্রিক সমাজ গঠনের ভিত্তি।
পিকেপিআইএম তাদের বিবৃতিতে ডাকসুর নতুন নেতৃত্বকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানায়। সংগঠনের সভাপতি মুহাম্মদ দজুল আইমান বিন জুলকেফলি প্রত্যাশা করেন, এই নেতৃত্ব যেন বাংলাদেশ ও বিশ্ব উম্মাহর জন্য আশার আলো হয়ে ওঠে।