ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু

2 months ago 20

রাজধানীর মহাখালী রেল গেট ও সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) সাহিদা খানম এ তথ্য জানান।

তিনি বলেন, খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় লোকের মাধ্যমে জানতে পেরেছি, রেললাইন দিয়ে যাওয়ার সময় লালমনিরহাট থেকে আসা এক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

কাজী আল-আমিন/এসআইটি/জেআইএম

Read Entire Article