চট্টগ্রামের বোয়ালখালীতে মোজাম্মেল হক (৪২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বোয়ালখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার। গ্রেফতার মোজাম্মেল উপজেলার মধ্যম শাকপুরা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং শাকপুরা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য। মোজাম্মেল বোয়ালখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা।
- আরও পড়ুন
- কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১৩ জনের যাবজ্জীবন
- ঢাকায় যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৫১
ওসি জানান, জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় মোজাম্মেলকে গ্রেফতার দেখানো হয়েছে।
এমডিআইএইচ/এমআরএম/জিকেএস