ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

8 hours ago 6
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে জসিমউদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও চারজন আহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার নেকমরদ করনাইট নতুনবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিমউদ্দিন কাশিপুর ইউনিয়নের ভানোর গ্রামের সলেমান আলীর ছেলে। আহতরা হলেন মুক্তারুল ইসলাম (৩৫), সুলতানা (২৮) ও তার শিশু সন্তান এবং অপর মোটরসাইকেলের আরোহী সঞ্জয় রায় (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, জসিমউদ্দিন মুক্তারুল ও শিশুকন্যা সুলতানাসহ মোটরসাইকেলযোগে বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা সঞ্জয় রায়ের মোটরসাইকেলের সঙ্গে করনাইট নতুনবস্তি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে সবাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সঞ্জয় রায়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরশেদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Read Entire Article