প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তার পরিবারের সদস্য ও অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াডটকমে প্রকাশিত প্রতিবেদনটি ‘মিথ্যা এবং ভারতীয় ষড়যন্ত্রমূলক প্রচারণার অংশ’।
শুক্রবার (২৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং (সিএ প্রেস উইং) এক বিবৃতিতে সংবাদটির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।
হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান হিসেবে কোনো অর্থ ড. ইউনূস দেননি বলে তাদের ফ্যাক্ট চেকিং উইং দাবি করেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হিলারি দম্পতির সঙ্গে তার বন্ধুত্ব তার মেয়ে মনিকা ইউনূসের কোনো উপকারে আসেনি এবং জো বাইডেনের প্রশাসনে তিনি কখনোই কোনো পদে ছিলেন না।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে অধ্যাপক ইউনূস কোটি কোটি ডলার ঋণ পেয়েছিলেন বলে যে খবর বেরিয়েছে, তাও মিথ্যা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, পদ্মা সেতু প্রকল্পের কোনো ঋণ চুক্তি বাতিলে বিশ্বব্যাংকের সিদ্ধান্তের পেছনে ড. ইউনূসের কোনো ভূমিকা ছিল না।