রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐতিহাসিক ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে সাতক্ষীরার কালিগঞ্জে চলছে প্রাণবন্ত প্রচারণা। এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. শহিদুল আলম।
রোববার (০২ নভেম্বর) বিকেলে তার নির্দেশনায় কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মৌতলা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফয়সাল কবিরের নেতৃত্বে স্থানীয় দোকানপাট, চা স্টল ও বাজারে জনগণের হাতে হাতে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন নেতারা।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, জেলা তরুণ দলের সহসভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন, অলিদ হোসেন ও কাজী শরিফুলসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রস্তাব নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার রূপরেখা। এ দফাগুলোর মাধ্যমে আমরা একটি জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও নাগরিকবান্ধব রাষ্ট্র গড়তে চাই।
তারা বলেন, সাতক্ষীরার জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা মাঠে-ময়দানে, ঘরে-ঘরে গিয়ে এ বার্তা পৌঁছে দিতে চাই দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে।
লিফলেট বিতরণ শেষে নেতারা জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসনের প্রতি নতুন করে আশা তৈরি হয়েছে।

12 hours ago
9









English (US) ·