ডাকসু নির্বাচনে চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আবিদুলের

1 week ago 13

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে চার দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে একদিন ছুটি থাকে, কিন্তু ডাকসু নির্বাচনে চারদিন কেন?’

রোববার (৩১ আগস্ট) বিকেলে ডাকসুর আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। 

এসময় প্যানেলের জিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান ও ক্রিয়া সম্পাদক প্রার্থী চিম চিম্যা চাকমা উপস্থিত ছিলেন।

আবিদুল অভিযোগ করেন, জামায়াত-শিবির নিয়ন্ত্রিত ‘ফোকাস’ কোচিং সেন্টারে সংবর্ধনার নামে শিবির প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে এবং আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের খাওয়ানো হচ্ছে। 

তিনি আরও দাবি করেন, শিবিরপন্থি প্রার্থীরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননাকর মন্তব্য করছে। এর মধ্যে বটতলায় এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে চাকমা জনগোষ্ঠীর অবদানকে ‘অস্বীকার’ করা হয়েছে। 

এছাড়া শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্য প্রার্থী সর্ব মিত্র চাকমা মুক্তিযুদ্ধকে ‘কটাক্ষ’ করেছে এবং এর আগে জয়েন উদ্দিন তন্ময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ তুলেন আবিদুল ইসলাম খান।

প্যানেলের ক্রিয়া সম্পাদক প্রার্থী চিম চিম্যা চাকমা বলেন, ‘মুক্তিযুদ্ধে চাকমা রাজপরিবারসহ অনেকেই অংশ নিয়েছিলেন। কিছু ব্যক্তির কারণে পুরো জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করা ঠিক নয়।’

সংবাদ সম্মেলনের আগে এসব অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার দাবি জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের নেতারা।
 

Read Entire Article