ডাকসুতে শিবির জিতলে ঢাবি শিক্ষার্থীদের শতভাগ স্পন্সরে অস্ট্রেলিয়ায় পড়াবেন বনি আমিন 

3 hours ago 4

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন বলেছেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেল থেকে ৮০ ভাগ জিতলে আগামী ৫ বছরের প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার জন্য নেবেন। 

বুধবার (৩ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের এই মূর্তির সামনে আজ ওয়াদা করলাম, ছাত্রশিবির প্যানেল ডাকসুতে যদি অন্তত ৮০ ভাগ জেতে- আমি তাদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী ৫ বছরের জন্য, প্রতি বছর একজন ছাত্র ও ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার জন্য আনব। 

ছাত্র সংসদ ও ছাত্রদের ভূমিকা জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে থাকে উল্লেখ করে বনি আমিন বলেন, ‘প্রিয় বন্ধুরা, আমার জন্ম দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র সংসদ নির্বাচন চলছে। অতীতে আপনারা দেখেছেন বিভিন্ন ছাত্র সংসদে দলকানা বা দলপূজারী নেতারা নির্বাচিত হয়েছে। বিভিন্ন সুবিধাভোগের জন্য তারা নির্বাচিত হয়ে থাকে। এরা জাতির মঙ্গলের জন্য কাজ করেছে এমন নজির কদাচিত পাওয়া গেছে। বেশিরভাগ সময়ে এর নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিল করেছে।’ 

‘কিন্তু এই ডাকসু নির্বাচনে বিভিন্ন সংগঠনে ছাত্ররা প্যানেল দিয়েছে। কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আমি একটা প্যানেলের বিষয়ে আপনাদেরকে বলব, যদি সত্যিকার অর্থে ডাকসুতে ফ্রুটফুল কিছু দেখতে চান, আমি ব্যক্তিগতভাবে ছাত্রশিবিরকে সমর্থন করব।’ 

তিনি বলেন, আমি কিন্তু শিবির বা জামায়াত করি না। কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে। সেইজন্য এই বীর চেঙ্গিস খানের মূর্তির সামনে থেকে বলছি, বীর- সেখানে তালব্য-শ লাগিয়ে শিবিরকে নির্বাচিত করবেন।’ 

বনি আমিন বলেন, ‘আমি হলফ কর বলছি ডাকসুতে অতীতে কল্যাণময় কিছু পাননি, এইবার পাবেন।’

Read Entire Article