ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি 

3 months ago 96

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

রোববার (১৫ জুন) সকাল ১০টা থেকে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। পরবর্তীতে তার সঙ্গে যোগ দেন ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম ও ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সাদমান আব্দুল্লাহ।

এ বিষয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, ডাকসুর সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা, নির্বাচন কমিশন গঠন ও তপশিল ঘোষণা না করা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

ডাকসুকে সব শিক্ষার্থীর প্রাণের দাবি উল্লেখ করে তিনি বলেন, আজ আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে এসেছি। ডাকসু নিয়ে আর কোন টালবাহানা শিক্ষার্থীরা মেনে নেবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই অতি দ্রুত নির্বাচন কমিশন গঠন ও তপশিল ঘোষণা করতে হবে।

উল্লেখ্য, ডাকসুর রোডম্যাপসহ তিন দফা দাবিতে গত ২১ মে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেছিলেন বিন ইয়ামিন মোল্লাসহ তিন ছাত্রনেতা। প্রায় ৭২ ঘণ্টা অনশন পালনের পরে ঢাবি উপাচার্যের আশ্বাসে তারা অনশন ভাঙেন। সে সময় দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।

Read Entire Article