বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

1 hour ago 4
বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় মো. মুশফিক উদ্দীন টগর (৫০) নামে এক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  র‌্যাব জানিয়েছে, আজিমপুর এলাকা থেকে সনি হত্যা মামলার আসামি টগরকে গ্রেপ্তার করা হয়েছে। ২০০২ সালে তিনি হত্যার শিকার হয়েছিলেন। েএ সময় তার কাছ থেকে ০১টি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে, শুক্রবার সংবাদ সম্মেলন করে  এ বিষয়ে বিস্তারিত জানালো হবে।  
Read Entire Article