ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত, আহত আরও ৩

3 hours ago 5

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এতে মতিয়ার রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে।

আহতরা হলেন— ফকিরহাটের বেতাগা গ্রামের আজিজুল শেখের ছেলে আসাদুল শেখ (৪০), আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জনি (৩৮) এবং বাগেরহাটের ভাগা বাজার এলাকার বজলু হাওলাদারের ছেলে রুমান হাওলাদার (৩৭)। 

শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখাল গ্রামে তাদের গণপিটুনি দেওয়া হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা আহত চারজনকে একটি ভ্যানে করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমান মারা যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ ও আহতদের হেফাজতে নেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি কালবেলাকে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। কিছু সময়ের মধ্যেই মতিয়ার রহমান মারা যান। অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়েছে।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান কালবেলাকে বলেন, ‘গণপিটুনিতে নিহত মতিয়ার রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তিনজনকে পুলিশ হেফাজতে খুলনায় স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Read Entire Article