ডাকাতির পর শিশু অপহরণের ঘটনায় গ্রেফতার ফাতেমা রিমান্ডে

2 months ago 30

রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতি শেষে আট মাসের শিশুকে তুলে নেওয়ার ঘটনায় গ্রেফতার অপহরণকারী ফাতেমা আক্তার শাপলাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আবুল ফারেজ জুয়েল তাকে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, আট মাসের শিশু আরিশা জান্নাত জাইফার মায়ের সঙ্গে সম্প্রতি অপহরণ চক্রের প্রধান ফাতেমা আক্তার সম্পর্ক গড়ে তোলেন। শিশুটির মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত। তিনি মন্ত্রণালয়ের বাসে যাতায়াতকালে কৌশলে ওই বাসে ওঠেন অপহরণকারী ফাতেমা। নানাভাবে শিশুটির মায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে শিশুর মায়ের সঙ্গে সাবলেটে একই বাসায় থাকার পরিকল্পনা করেন।

গত ১৫ নভেম্বর আজিমপুরে ভুক্তভোগী শিশুটির বাড়িতে প্রবেশ করেন অপহরণকারী ফাতেমা আক্তার। এসময় কৌশলে ভুক্তভোগীকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়।

এরপর ফাতেমার তিনজন সহযোগী ওই বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে থাকা নগদ এক লাখ ৭০ হাজার টাকা, প্রায় সাত ভরি সোনা লুট করেন। এরপর শিশু জাইফাকে অপহরণ করেন। শিশুটিকে রাখা হয় মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে পরিকল্পনাকারী ফাতেমা আক্তার শাপলাকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল। অপহৃত ৮ মাস বয়সী শিশুকন্যা জাইফাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় লালবাগ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

জেএ/এমএএইচ/এএসএম

Read Entire Article