ডাচ-বাংলা ব্যাংকের দুই কর্মচারীকে অপহরণ, ২৮ লাখ টাকা ছিনতাই

2 weeks ago 16

সিরাজগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকের দুই এজেন্ট কর্মচারীকে অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া পৌরসভার সরকারি আকবর আলী কলেজের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- একই উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। এরা দুজনই এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জাগো নিউজকে বলেন, অপহরণের বিষয়টি জেনে আমরা দুই কর্মচারী ও টাকা উদ্ধারে অভিযান চালাই। অভিযানে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে নিয়ামতপুর সড়কের পাশ থেকে ওই দুই কর্মচারীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলছেন, অপহরণকারীরা ২৮ লাখ টাকা নিয়ে তাদের মহাসড়কের পাশে ফেলে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মামুন ও মিরাজ একটি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। তারা সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস এসে তাদের মোটরসাইকেলটি আটকে দেয়। পরে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে নেয় অপহরণকারীরা।

ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু জানান, মামুন ও মিরাজ মোটরসাইকেল নিয়ে ২৮ লাখ টাকাসহ উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছালে ৫-৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দুই কর্মচারীর মুখ চেপে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এম এ মালেক/জেডএইচ/এমএস

Read Entire Article