ডাচদের বিপক্ষে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে তুরস্ক

3 months ago 37

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-সুইজারল্যান্ডের ম্যাচের মত অতটা নিষ্প্রভ ম্যাচ যে হবে না, এটি তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। মাঠের খেলাতেও সেটির প্রতিফলন দেখা গেল। দুই দলের মুহুর্মুহু আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে তুরস্ক।

ম্যাচের দুই মিনিটের মাথায় ডেপায়ের শট চলে যায় বাইরে দিয়ে। প্রথম ২০ মিনিটে ৫৪ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও ডাচদের সব আক্রমণ তুর্কি ডি বক্সেই প্রতিহত হয়ে পড়ে।

২৯ মিনিটে বারডাকচির ভলি শট অনেক গোলবারের অনেক উপর দিয়ে চলে যায়। অবশেষে ম্যাচের প্রথম গোল আসে ৩৫ মিনিটে তুরস্কের কাছ থেকে।

আর্দা গুলারের দারুণ ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে তুরস্ককে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সামিত আকায়দিন।

৪২ মিনিটে ডাচদের স্টিভেন বারগুইন ডিবক্সের বাইরে থেকে শট নিলেও এটি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে আর কোন গোনো না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তুরস্ক।

এমএমআর

Read Entire Article